ভারতের পাঞ্জাবের অমৃতসরে গতকাল শনিবার (১০ মে) দিবাগত রাতে জোরে সাইরেনের শব্দ শোনা গেছে। এরপরেই আজ রোববার ভোরে (১১ মে) জেলা প্রশাসক সাক্ষী সাহনী একটি সতর্কতা জারি করেন। ব্রিটিশ মিডিয়া বিবিসির প্রতিবেদনে বলা হয়, অমৃতসরে আপাতত বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে। তবে ওই জেলা এখনো রেড অ্যালার্টের আওতায় রয়েছে। সাধারণ মানুষকে বাড়ি-ঘর থেকে বের না হতে, নিজেদের বাড়ির ভেতরে থাকা এবং জানালা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছেন জেলা প্রশাসক। পরিস্থিতি যখন সম্পূর্ণ নিরাপদ হবে, প্রশাসন গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেবে তখন স্বাভাবিক ভাবে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক এক বিবৃতিতে বলেন, দয়া করে আতঙ্কিত হবেন না, শান্তি বজায় রাখুন এবং প্রশাসনের সব নির্দেশাবলী অনুসরণ করুন। আরও পড়ুন যুদ্ধবিরতি: তাও থামছে না আক্রমণ, চলছে পরস্পরকে দোষারোপ ১১ মে,...
এখনো কাটেনি শঙ্কা, অমৃতসরে রাত নামলেই বাজে সাইরেন (ভিডিওসহ)
অনলাইন ডেস্ক

ভারত-পাকিস্তানকে নতুন যে বার্তা দিলেন ট্রাম্প
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাশ্মীর সংকটের একটি সমাধান খুঁজে বের করতে তিনি পাকিস্তান ও ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত। দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির একদিন পর তিনি এই মন্তব্য করেন। আজ রোববার (১১ মে) ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এ বার্তা দেন। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের শক্তিশালী ও অনড় নেতৃত্বের জন্য আমি অত্যন্ত গর্বিত। তারা উপলব্ধি করতে পেরেছে যে, এখনই এই আগ্রাসন থামানোর সময়যা না থামালে অগণিত প্রাণহানি ও ধ্বংস ডেকে আনতে পারত। ট্রাম্প আরও লেখেন, আমি দুই দেশের সঙ্গেই কাজ করব যেন হাজার বছরের পুরনো কাশ্মীর সংকটের একটি সমাধান খুঁজে পাওয়া যায়। ভারতের ও পাকিস্তানের নেতৃত্বকে অভিনন্দন জানাইতারা অসাধারণ কাজ করেছেন। তিনি বলেন, লাখ লাখ নিরীহ মানুষ প্রাণ হারাতে...
ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি, পরিষ্কার বার্তা আজারবাইজানের
অনলাইন ডেস্ক

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে আজারবাইজান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় প্রজাতন্ত্র এবং পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণাকে আমরা স্বাগত জানাই। আশা করি, এই যুদ্ধবিরতি অঞ্চলের উত্তেজনা প্রশমনে এবং টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অবদান রাখবে। আজারবাইজান সরকার দুই দেশকে দ্বিপক্ষীয় আস্থা গড়ে তুলতে ও অবশিষ্ট সমস্যাগুলোর সমাধানে গঠনমূলক সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ক্যালিবার.এজ। গত ১০ মে ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা দেয়। কাশ্মীর ঘিরে কয়েক দিনের সামরিক উত্তেজনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তি হয়। আলোচনায় যুক্ত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প,...
মোদিকে পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ চালুর আহ্বান জানিয়েছিলেন যিনি
অনলাইন ডেস্ক

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি ফোন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরিস্থিতি নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে সিএনএনকে জানিয়েছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। খবর জিও নিউজের। শুক্রবার সকালের দিকে দুই দেশের মধ্যে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কাজনক গোয়েন্দা তথ্য পাওয়ার পর মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। এই তালিকায় ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউজের চিফ অব স্টাফ স্যুজি ওয়াইলস। সংবেদনশীলতার কারণে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সেই গোয়েন্দা তথ্যের বিস্তারিত প্রকাশ না করলেও তারা নিশ্চিত করেছেন, এই তথ্যের ভিত্তিতেই ওয়াশিংটন দ্রুত কূটনৈতিক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত