চলছে রমজান মাস। পবিত্র রমজান মাস জুড়েই রয়েছে মুমিনের জন্য অফুরন্ত রহমত, ক্ষমা ও নাজাত পাওয়ার সুযোগ। এ কারণে ইবাদত-বন্দেগী এবং দোয়া-দরুদের মাধ্যমে মাসটি অতিবাহিত করে থাকেন মুমিনগণ।
ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) রমজান মাসে এই দোয়া পড়তেন।
মহান আল্লাহ তা'আলার অপার রহমতের উসিলা লাভে ধন্য হতে রোজার ২৩ তম দিনে একটি দোয়া নিচে তুলে ধরা হলো-
দোয়া : الیوم الثّالث والعشرون : اَللّـهُمَّ اغْسِلْنی فیهِ مِنَ الذُّنُوبِ، وَطَهِّرْنی فیهِ مِنَ الْعُیُوبِ، وَامْتَحِنْ قَلْبی فیهِ بِتَقْوَى الْقُلُوبِ، یا مُقیلَ عَثَراتِ الْمُذْنِبینَ।
উচ্চারণ: আল্লাহুম্মাগ্সিল্-নী ফীহি মিনায্ যুনুব, ওয়া ত্বাহ্হিরনী ফীহি মিনাল্ উয়ুব, ওয়াম্তাহিন ক্বালবী ফীহি বিতাক্বওয়াল্ ক্বুলুব, ইয়া মুক্বিলা আ’সার-তিল মুযনিবীন।
বাংলা অর্থ : হে আল্লাহ! আমার সকল গুনাহ ধুয়ে মুছে পরিস্কার করে দাও।
news24bd.tv/রিমু