একদিনে করোনা শনাক্ত ২৭, মৃত্যু নেই
একদিনে করোনা শনাক্ত ২৭, মৃত্যু নেই

একদিনে করোনা শনাক্ত ২৭, মৃত্যু নেই

অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনা আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। এতে মোট মৃতের সংখ্যা অপরিবর্তিত থেকে ২৯ হাজার ১২৭ জনেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ২৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৫৮৩ জন।

সোমবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৯ জন করোনা রোগী। এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৯৩ হাজার ৭৫৯ জন।

২৪ ঘণ্টায় ৬ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৩ শতাংশ।

এর আগে রোববার (২৪ এপ্রিল) দেশে করোনায় কেউ মারা যায়নি। এ সময়ে দেশে ২৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।

news24bd.tv/ তৌহিদ