টানা তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গাবাসী

সংগৃহীত ছবি

টানা তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গাবাসী

চুয়াডাঙ্গা প্রতিনিধি

টানা তাপদাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গাবাসী। প্রায় এক সপ্তাহ ধরে মাঝারী থেকে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গার উপর দিয়ে। আজ সোমবার (২৫ এপ্রিল) বিকাল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রবিবারও জেলায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এর আগে শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তীব্র তাপদাহের কারণে চুয়াডাঙ্গায় ঈদের বেচাকেনায় ঘাটতি পড়েছে। পোশাক, জুতা ও প্রসাধনী ব্যবসায় বাধা হয়ে দাঁড়িয়েছে তাপদাহ। তীব্র দাবদাহে সাধারণ মানুষেরা জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসছেন না।

ফলে দিনের বেলা ঈদের বাজারে ক্রেতাশূণ্য থাকছে বাজারগুলো।

চুয়াডাঙ্গা বড় বাজারের কাপড় ব্যবসায়ী বিপুল আশরাফ বলেন, এক সপ্তাহ আগে ঈদের বাজার জমতে শুরু করে। সেই সময়ই জেলায় শুরু হয় তাপদাহ। এতে কিছুটা থমকে যায় ঈদের কেনাকাটা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল ইসলাম বলেন, আবহাওয়ার বৈরি আচরণের কারণে চুয়াডাঙ্গাতে তাপদাহ শুরু হয়েছে। এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। আগামী আরো দু’একদিন এ ধারা অব্যাহত থাকতে পারে।

news24bd.tv/আলী