সেমিফাইনালের আগে ক্রোয়েশিয়ানদের দুঃসংবাদ!

সেমিফাইনালের আগে ক্রোয়েশিয়ানদের দুঃসংবাদ!

ক্রীড়া ডেস্ক

স্বাগতিক রাশিয়াকে বিদায় করে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে ক্রোয়েশিয়া। ফাইনালের পথে এখন তাদের বাধা ইংল্যান্ড। কিন্ত শেষ চারের ম্যাচে হয়তো নাও দেখা যেতে পারে ক্রোয়েশিয়ান ফুটবলার ডেমাগোজ ভিদাকে।

কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে রাশিয়াকে হারিয়ে একটু যেন বাঁধভাঙ্গা উল্লাসেই মেতেছিলেন ভিদা।

উদযাপনের এক পর্যায়ে ‘গ্লোরি টু ইউক্রেন’ বলে স্লোগান দিতে থাকেন। আর এতেই বাঁধে বিপত্তি।

ভিদার সঙ্গে ছিলেন দেশটির সাবেক ফুটবলার ভুকোজেভিচ। যিনি ক্রোয়েশিয়ার হয়ে ৫৫টি ম্যাচ খেলেছেন।

তিনিও ভিডিওতে বলেন, ‘এই জয়টা ইউক্রেনের সবার। ’

গণমাধ্যমে সেই ভিডিও আসার পরেই ক্ষোভে ফুসতে থাকে রাশিয়ানরা। সঙ্গে সঙ্গে ফিফার কাছে আবেদন জানায় তারা। ফিফা সেই ভিডিও নিয়ে তদন্ত শুরু করেছে।  

news24bd.tv

এ ব্যাপারে ফিফার এক মুখপাত্র বলেন, ‘আমরা আপনাদের জানাচ্ছি যে, ফিফা ইতোমধ্যে ভিদার ভিডিও নিয়ে কাজ করছে। আপাতত এর বাইরে আর তেমন কিছুই বলতে চাচ্ছি না। ’

ফিফার আইনশৃঙ্খলা সংক্রান্ত নীতিমালার ৫৪ ধারায় বলা আছে, যদি কোনো ফুটবলার মাঠের ভেতর রাজনৈতিক স্লোগান বা রাজনৈতিক ব্যাপারে ইন্ধন জোগায়, তাহলে সে দুই ম্যাচ নিষিদ্ধ করা হবে। একই সঙ্গে ৩৮০০ পাউন্ড জরিমানা গুণতে হবে।

সূত্র: দ্য সান

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর