উড়ন্ত ব্যাঙ্গালোরকে মাটিতে নামালো রাজস্থান

সংগৃহীত ছবি

উড়ন্ত ব্যাঙ্গালোরকে মাটিতে নামালো রাজস্থান

অনলাইন ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে উড়ন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হুট করে মাটিতে নামিয়ে আনলো রাজস্থান রয়্যালস। ব্যাঙ্গালোর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬৮ রানে অলআউট হওয়ার পর ব্যাটিং ব্যর্থতায় এবার হেরেছে রাজস্থান রয়্যালসের কাছে। ২৯ রানের এই জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে স্যাঞ্জু স্যামসনের দল।

পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থান অবশ্য কাঙ্ক্ষিত স্কোর জড়ো করতে পারেনি।

৮ উইকেট হারিয়ে দলটির পুঁজি দাঁড়ায় ১৪৪ রান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ, জশ হ্যাজলউড ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

 ১৪৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিরাট কোহলিকে হারিয়ে ফেলে ব্যাঙ্গালোর। গত দুই ম্যাচে গোল্ডেন ডাকের শিকার হওয়া কোহলি এদিন অধিনায়ক ডু প্লেসির সাথে নেমেছিলেন ওপেনিংয়ে।

রানের দেখা পেলেও ইনিংসকে দুই অঙ্কের ঘরে নিতে পারেননি, ১০ বলে করেন ৯ রান। ১০ রানে প্রথম উইকেট হারানো ব্যাঙ্গালোর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। বলার মত প্রতিরোধ গড়তে পারেননি কেউই। শেষপর্যন্ত ১৯.৩ ওভারে ১১৫ রানে থেমে যায় ব্যাঙ্গালোরের ইনিংস। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা রাজস্থানের পক্ষে কূলদীপ সেন চারটি, রবিচন্দ্রন অশ্বিন তিনটি ও প্রসিধ কৃষ্ণ দুটি উইকেট শিকার করেন।

এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে রাজস্থান ৬টি ম্যাচেই জয় পেয়েছে। ৯ ম্যাচে ফাফ ডু প্লেসি, বিরাট কোহলিরা ৫ জয় পেয়েছেন।

news24bd.tv/আলী