হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের পরিত্যক্ত স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আজ বুধবার এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষসূত্রে জানা যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান হতে পারে এমন সংবাদ পায় মহাপরিচালক। পরে মহাপরিচালকের নির্দেশনা কাস্টমস গোয়েন্দা দল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে।
অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণবারগুলো চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে। কিন্তু কাস্টমস গোয়েন্দার সক্রিয় ভূমিকার কারণে চোরাচালান চক্র তা পেরে উঠতে পারেনি।
news24bd.tv/রিমু