সরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবসায়িক লাভের চেয়ে দেশের মানুষের সেবাকে গুরুত্ব দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দুটি ট্রেনে ভ্রাম্যমাণ রেল জাদুঘর ও ৪৬টি লোকমোটিভের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে জনগণের উন্নত জীবন নিশ্চিত করাই তাঁর সরকারের লক্ষ্য।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা শুন্য থেকে রেলের যাত্রা শুরু করেছিলেন।
দেশের প্রতিটি অঞ্চলের মানুষকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিতে হবে মানুষের সেবার প্রতি।
তিনি বলেন, এক সময় মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেয়ার চেষ্টা হয়েছে। নিষিদ্ধ ছিলো জাতির পিতার ৭ই মার্চের ভাষণও। কিন্ত আজ বঙ্গবন্ধুর দর্শনেই তার সরকার দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে। অগ্রগতির এই যাত্রা ধরে রাখারও আহ্বান জানান তিনি।
আন্দোলনের নামে বিএনপির মানুষ পোড়ানো এবং রেলের মত রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
news24bd.tv/রিমু