তিন বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

সংগৃহীত ছবি

তিন বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

দেশের তিন বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে প্রবল বজ্রপাতসহ বৃষ্টির কথাও বলা হয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ বাদে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে জানানো হয়েছে আবহাওয়ার ওই পূর্বাভাসে।

বুধবার আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, পাবনা ও রাঙ্গামাটিসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

ওই পূর্বাভাস অনুযায়ী, আজ সারা দেশে তাপমাত্রা কমার বা বৃদ্ধির পূর্বাভাস নেই। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশজুড়ে রোদ-গরম অব্যাহত থাকবে। তবে, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

আজ দেশের রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

news24bd.tv/আলী