চোটে পড়েছেন স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এবার তার জায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দলে জায়গা পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
নাঈম সবশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে।
বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মিরাজের সেরে উঠতে অন্তত ৩ সপ্তাহ লাগবে। তাই প্রথম টেস্টে তার খেলা হচ্ছে না নিশ্চিত ভাবেই।
বাংলাদেশ টেস্ট দল :
মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিট থাকার ওপর নির্ভর করবে)
news24bd.tv/কামরুল