গাজীপুর জেলা ও মহানগরে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার (২৭ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
নতুন কমিটিতে জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে সিরাজুল ইসলাম সুলতান ও সাধারণ সম্পাদক হিসেবে নাছির মোড়ল, মহানগর ছাত্রলীগের সভাপতি হিসেবে মো. মশিউর রহমান সরকার বাবু ও শেখ মোস্তাক আহমেদ কাজলকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের এ নতুন কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি গাজীপুর জেলা ও মহানগর ছাত্রলীগের নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
news24bd.tv/আলী