জাপানে বৃষ্টি-ভূমিধস: নিহতের সংখ্যা ১শ ছাড়িয়েছে

জাপানে বৃষ্টি-ভূমিধস: নিহতের সংখ্যা ১শ ছাড়িয়েছে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জাপানের পশ্চিমাঞ্চলে স্মরণকালের রেকর্ড বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ১শ ছাড়িয়েছে। স্থানীয় এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

খবরে বলা হয়েছে, ৫০ জনের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে। গেল বৃহস্পতিবার (৫ জুলাই) থেকে একটানা প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে।

ভারি বর্ষণ এখনও অব্যাহত রয়েছে। আরও কয়েক দিন এ অবস্থা বহাল থাকবে বলে জানানো হয়েছে।

বৃষ্টিপাতের কারণে নদীর পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করেছে। ফলে বন্যায় তলিয়ে যাওয়ার আশঙ্কায় অন্তত ২০ লাখ মানুষ।

এরইমধ্যে তাদের বাড়ি-ঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

news24bd.tv

দেশটির আবহাওয়াবিদরা বলেন, ‘এর আগে আমরা কখনও এমন বৃষ্টিপাত দেখিনি। বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে মারা যাওয়া লোকজনের অধিকাংশই হিরোসিমার নাগরিক। ’

কাল এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেন,‘ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। তাদের জরুরি সহায়তা প্রয়োজন। ’

মোতোইয়ামা শহরে শুক্রবার এবং শনিবার সকালে ৫৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ বিভিন্ন এলাকায় ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে জাপানের আবহাওয়া অধিদপ্তর।

সূত্র: বিবিসি

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর