আইসিসির সর্বকালের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় স্থান পেলেন ক্রিকেটার সাকিব আল হাসান। অলরাউন্ডারদের মধ্যে তিনি আছেন তৃতীয় স্থানে। বুধবার (২৭ এপ্রিল) সর্বকালের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকা প্রকাশ করে আইসিসি। যেখানে দেখা যায়, সাকিবের রেটিং পয়েন্ট ৪০৮।
ছয় নম্বরে একজন শ্রীলঙ্কান ও সাতে এক আফগান। তাদের রেটিং যথাক্রমে ৩৬২ ও ৩৫৫। আটে অস্ট্রেলিয়ার ডেভিড হাসি, রেটিং ৩৫০। ৯ নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের একজন, রেটিং ৩২১। এবং তালিকার দশ নম্বরে ৩০০ রেটিং নিয়ে জায়গা পেয়েছেন 'দ্য ইউনিভার্স বস' খ্যাত ক্রিস গেইল।
দেশের হয়ে সাকিব আল হাসান এখন পর্যন্ত ৯৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১ হাজার ৯০৮ রানের পাশাপাশি বল হাতে তিনি শিকার করেছেন ১১৯ উইকেট। বাংলাদেশিদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদের পরেই সাকিবের সবচেয়ে বেশি রান। রিয়াদ ১০৭ ম্যাচে করেছেন ২ হাজার ২ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের চেয়ে বেশি রান রয়েছে মাত্র ১৯ জন ক্রিকেটারের। এই ফরম্যাটে বল হাতে তো সাকিবই সবার শীর্ষে। শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার লাসিথ মালিঙ্গাকে পেছনে ফেলে এই রেকর্ড নিজের দখলে নিয়েছিলেন সাকিব। উইকেটের বিচারে সাকিবের নিকটতম প্রতিদ্বন্দ্বী এখন নিউজিল্যান্ডের টিম সাউদি। সাউদি ৯২ ম্যাচে নিয়েছেন ১১১ উইকেট।
news24bd.tv/আলী