মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, ৫০ দোকান পুড়ে ছাই

সংগৃহীত ছবি

মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, ৫০ দোকান পুড়ে ছাই

অনলাইন ডেস্ক

নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত বেগমগঞ্জের চৌমুহনী বাজারের ইসলাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী বাজারের স্টেশন মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বাজারের ব্যবসায়ীরা ইফতার নিয়ে ব্যস্ত ছিল।

এ সময় হঠাৎ স্টেশন মার্কেটের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে স্টেশন মার্কেটের ফার্মেসি দোকান, হার্ডওয়্যার দোকান, সিরামিক দোকান, প্লাস্টিক দোকানসহ অন্তত ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায়।

রাত পৌনে ৮টা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে চাটখিল, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ, ফেনী ও লক্ষীপুর থেকে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে যুক্ত হন। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পরে মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সরেজমিনে ঘটনাস্থলে দেখা যায়, পানি সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। চৌমুহনী ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা জায়নি।

news24bd.tv/আলী