শবেকদরে ইসলাম গ্রহণ, ইউক্রেনের নাগরিকের নাম রাখা হলো কাদির

শবেকদরে ইসলাম গ্রহণ, ইউক্রেনের নাগরিকের নাম রাখা হলো কাদির

অনলাইন ডেস্ক

লাইলাতুল কদরের রাতে ইসলাম গ্রহণ করেছেন ক্যান্সার চিকিৎসা নেওয়া ইউক্রেনের এক নাগরিক। তার নাম ভিক্টর বারকোমেনকো (৬২) । গত বুধবার (২৭ এপ্রিল) তুরস্কের এসকিশেহির শহরের সিটি হাসপাতালে ইসলাম গ্রহণ করেন তিনি। ধর্ম পরিবর্তনের পর তার নাম রাখা হয় কাদির।

 

আলজাজিরার প্রতিবেদনে প্রকাশ, লাইলাতুল কদর বা কদরের রাতে ইসলাম গ্রহণ করায় তার নাম রাখা হয় কাদির।
এসকিশেহিরের মুফতি বেকির গেরেকে এক ফেসবুক পোস্টে ওই বৃদ্ধের ইসলাম গ্রহণের কথা জানায়।

ইউক্রেনীয় ওই বৃদ্ধলোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। অসুস্থ বৃদ্ধ মেয়ে ভিক্টোরিয়া ওজকানের কাছে ইসলামের প্রতি আগ্রহের কথা জানান।

এরপর তার আত্মীয়রা বিষয়টি প্রাদেশিক মুফতির কাছে তুলে ধরেন। এরপর মুফতি বেকির গেরেকে এসে হাসপাতালের দায়িত্বশীলদের সাক্ষী করে তাকে কালেমা শাহাদাত পাঠ করান। তার কাছে ইসলামের মৌলিক বিষয়গুলো তুলে ধরেন। এরপর পবিত্র কোরআনের একটি কপি উপহার দেন।  

গেরেকে বলেন, ‘আপনি অসুস্থ। ইসলামে পথে আপনাকে স্বাগতম। আপনি কালেমা শাহাদাত পাঠ করুন। ’ বৃদ্ধ কালেমা পাঠের পর মুফতি জানান, ইসলাম গ্রহণের পর তার আগের সব গুনাহ মাফ হয়ে গেছে। তিনি এখন নিষ্পাপ মানুষ। আর সব মুসলিম এখন তার ভাই। মহান আল্লাহ তাকে জান্নাত দান করুন। ’

news24bd.tv/ তৌহিদ