বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে বর ও কনের মালাবদলের পরই ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। কনের সাবেক প্রেমিক বিয়ের আসের গুলি করে হত্যা করে কাজল নামের ওই নববধূকে! ভারতের উত্তরপ্রদেশে মথুরা জেলার মুবারিকপুর গ্রামের নৌঝিল এলাকায় স্থানীয় সময় শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
জানা গেছে, মালাবদলের পর পরই কাজল নামে ওই নববধূকে গুলি করে হত্যা করা হয়।
আরও পড়ুন : দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় স্বামীকে গলা টিপে হত্যা স্ত্রীর !
নিহতের বাবা খুবি রাম প্রজাপতি বার্তা সংস্থা এএনআইকে বলেন, মালাবদলের পর আমার মেয়ে ওর রুমে গিয়েছিল ফ্রেশ হতে। সেখানেই অপরিচিত এক ব্যক্তি এসে গুলি করে। আমি বিশ্বাস করতে পারছি না এটা কী হয়েছে। ঘটনার পরই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন খুবি রাম।
মথুরা গ্রামীণ এলাকার পুলিশ সুপার শ্রীশ চন্দ্র জানিয়েছেন, আমরা অভিযোগ পেয়েছি। ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। সবদিক থেকেই এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
news24bd.tv/আলী