কাবুলে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ১০

সংগৃহীত ছবি

কাবুলে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ১০

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সুন্নি মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েক জন মানুষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র বিসমিল্লাহ হাবিব রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

বিসমিল্লাহ হাবিব বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে খলিফা সাহিব মসজিদে এই হামলা ঘটেছে। কাবুলের পশ্চিমাংশে অবস্থিত এই মসজিদটি।

‘জুমার নামাজ শেষে জিকির চলছিল মসজিদটিতে, সে সময়েই ঘটে বিস্ফোরণ,’ রয়টার্সকে বলেন বিসমিল্লাহ হাবিব।

হামলার সময় মসজিদে উপস্থিত এক ব্যক্তির জানিয়েছেন, বিস্ফোরণের তেজে মসজিদের ছাদ ও দেওয়ালের কিছু অংশ উড়ে গেছে। তার নিজের হাত ও পা পুড়ে গেছে বলেও জানার ওই ব্যক্তি।

খলিফা সাহিব মসজিদটির নিকটবর্তী একটি ভবনের বাসিন্দা মোহাম্মদ সাবির জানান, বিস্ফোর বেশ মসজিদের ভেতর থেকে বেশ কয়েকজন আহম মানুষকে অ্যাম্বুলেন্সে তুলতে দেখেছেন তিনি।

কাবুলের শহরতলি এলাকার একটি ইমার্জেন্সি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, খলিফা সাহিব মসজিদে বোমা বিস্ফোরণে আহত অন্তত ২০ জনকে চিকিৎসা দিচ্ছেন তার। অপর এক হাসপাতালের নার্স নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, আহত বেশ কয়েকজন চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি আছেন।

news24bd.tv/আলী