জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত

ফাইল ছবি

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত

মাসুদা লাবনী

জাতীয় ঈদগাহ। দেশের প্রধান এই ঈদগাহে এবার দুবছর পর এক কাতারে নামাজ পড়বেন মুসল্লিরা। মহামারীর কারণে গত দুবছর বিরাট এ ধর্মীয় আয়োজনে শামিল হতে পারেননি ইসলাম ধর্মাবলম্বীরা। তাই চলছে শেষ মুহুর্তের জোর প্রস্তুতি।

ঈদ-উল-ফিতরে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়।  

বৃষ্টির আশঙ্কা মাথায় রেখে প্যান্ডেলে শামিয়ানা ও ত্রিপল টানানোসহ নেয়া হয়েছে প্রস্তুতি। শনিবার সকালে জাতীয় ঈদ গা মাঠের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শক করে এ সব কথা জানান দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও সতর্ক থাকার ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন মেয়র।

প্রায় ৩৫ হাজার মুসল্লিদের অংশগ্রহণে ঈদের জামাত আয়োজনের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। মহিলাদের জন্যও আলাদা ব্যবস্থা করা হয়েছে।  

মেয়র জানান, গরমে মুসল্লিদের যাতে কষ্ট না হয় সেজন্য সিলিং ফ্যান ও প্যাডেস্টাল ফ্যান বসানো হয়েছে। এছাড়া, নিরাপত্তার সার্বিক কাজও শেষ পর্যায়ে। ওজুর ব্যবস্থা, মোবাইল টয়লেট স্থাপন করাসহ জাতীয় জামাতের জন্য সব ধরণের প্রস্তুতিই নেয়া হচ্ছে।

news24bd.tv/রিমু