'বিচার চাইতে আন্তর্জাতিক আদালতে যেতে পারে বিএনপি'

ফাইল ছবি

'বিচার চাইতে আন্তর্জাতিক আদালতে যেতে পারে বিএনপি'

অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশের বিচার বিভাগের স্বাধীনতা না থাকায় গুম-খুনের বিচার চাইতে দল আন্তর্জাতিক আদালতের যেতে পারে। শনিবার (৩০ এপ্রিল) গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলির পরিবারকে ঈদ উপহার দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুমের বিষয়ে সরকারের কোনও উদ্বেগ বা উদ্যোগ নেই। তারা ক্ষমতায় থাকতে আইনশৃক্ষলা বাহিনী দিয়ে বিরোধী মতকে গুম করছে।

তিনি বলেন, এই সরকার এখন রাজৈনতিকভাবে দেউলিয়া হয়ে র‌্যাব কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের কাছে সহায়তা চাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে গুমের কালচারটা কখনই ছিল না। এমনকি যারা জবর-দখলকারী ক্ষমতায় থাকেন, কর্তৃত্ববাদী সরকাররাও এই ঘটনা ঘটাননি। কিন্তু বাংলাদেশে আমরা এই প্রথম রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করে দেওয়া দেখলাম।

মির্জা ফখরুল বলেন, ইতোমধ্যে অধিকার প্রতিষ্ঠানগুলো রিপোর্ট করেছে বিএনপির ৬ শতাধিক নেতাকে গুম করা হয়েছে। এটা এখন আন্তর্জাতিকভাবেও স্বীকৃত।

news24bd.tv/কামরুল