সন্ধ্যায় কালবৈশাখীর আভাস

সংগৃহীত ছবি

সন্ধ্যায় কালবৈশাখীর আভাস

অনলাইন ডেস্ক

সন্ধ্যায় ঢাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল দিয়ে দেশের আকাশে মেঘমালা ঢোকায় এই ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, গতকাল শুক্রবার রাত ১১টা ৩৬ মিনিটের দিকে ঢাকায় কালবৈশাখী ঝড় হয়েছে। গতিবেগ ছিল ঘণ্টায় ৫৯ কিলোমিটার।

আজও বিকালের পর ঢাকায় কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি হতে পারে।

গতকাল দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ থেকে ১২টি জেলায়ও কালবৈশাখী হয়েছে বলে জানান ওমর ফারুক। সর্বোচ্চ গতিতে কালবৈশাখী ঝড় হয়েছে নওগাঁয়, ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে।

আজ সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তররের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

news24bd.tv/আলী