বাবার বাড়ি থেকে তুলে নিয়ে এক গৃহবধূকে অস্ত্রের মুখে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় গৃহবধূকে (১৮) পরিবার উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেছে। পিরোজপুর সদর উপজেলার নরখালী গ্রামে এ ঘটনা ঘটেছে।
হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ জানান, তার স্বামী ঢাকায় চাকরি করার কারণে তিনি বাবার বাড়ি সদর উপজেলার নরখালী গ্রামে বসবাস করেন।
তিনি জানান, ‘পরে ভোরে জ্ঞান ফিরলে তার চিৎকার ও কান্নায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে ধর্ষণের শিকার গৃহবধূকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
news24bd.tv/কামরুল