হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকিট ছাড়া কোনো যাত্রী বা যাত্রীর সঙ্গে কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না। মে মাস থেকে এ ব্যবস্থাপনা পূর্ণাঙ্গভাবে চালু করা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিমানবন্দরে এ ব্যবস্থা কার্যকর হলে টিকিট বা পাস ছাড়া কোনো যাত্রী বা যাত্রীর সঙ্গে কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না বলে ধারণা করা হচ্ছে। অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম চালু করতে এরই মধ্যে বিমানবন্দরের পাসবিধিতে পরিবর্তন আনা হয়েছে।
এতে অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ নিরাপত্তা ব্যবস্থাপনায় থাকা এলাকায় প্রবেশ করতে পারেন না। মূলত ওই এলাকায় একটি আধুনিক নিরাপত্তাবলয় তৈরি করা হয় এ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে।
বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, ‘বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা আরো জোরদার হবে। যে কেউ বিমানবন্দরে আর ঢুকতে পারবে না। বিমানবন্দরে ঢোকার জন্য অনেক সংস্থা বিভিন্নভাবে অনেক পাস সংগ্রহ করেছিল। আমরা নতুন বিধি করেছি, কারা পাস পাওয়ার যোগ্য, সেখানে বিভিন্ন ক্রাইটেরিয়া যুক্ত করা হয়েছে। নতুন নিয়মে শুধু তারাই বিমানবন্দরে বিচরণ করতে পারবে।
news24bd.tv/ তৌহিদ