গুহা থেকে আরও এক কিশোর উদ্ধার, অভিযান চলছে

গুহা থেকে আরও এক কিশোর উদ্ধার, অভিযান চলছে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ১৩ জনের মধ্যে আরো একজনকে উদ্ধার করা হয়েছে। তাকে গুহার বাইরে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর বিবিসির।

এ নিয়ে মোট পাঁচজনকে বের করে আনা হলো।

তবে রোববার অনেক আন্তর্জাতিক মাধ্যমে উদ্ধারকারীদের সংখ্যা ছয়জন বলে উল্লেখ করা হয়েছিল।

পরে জানা যায়, রোববার চারজনকে উদ্ধার করা হয় যারা সবাই এখন হাসপাতালে রয়েছে। তাদের শারীরিক অবস্থা ভালো বলে জানানো হয়।

আরও পড়ুন: যে কারণে গুহায় ঢুকেছিল ক্ষুদে ফুটবলাররা?

এরপর উদ্ধার অভিযানে প্রায় ১০ ঘন্টার একটি বিরতি দিয়ে সোমবার আবার উদ্ধার অভিযান শুরু হয়।

গতকাল অক্সিজেন শেষ হওয়ায় অভিযান সাময়িক বন্ধ থাকে।

আরও পড়ুন: থাই গুহা নিয়ে ভৌতিক কাহিনী!

রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার উদ্ধার অভিযান শুরু করার পর উদ্ধারকারীরা স্ট্রেচারে করে একজনকে বের করে এ্যামবুলেন্সে তুলছেন বলে দেখা গেছে। একটি পুলিশ হেলিকপ্টার উদ্ধারকৃত কিশোরকে নিয়ে দক্ষিণ দিকে উড়ে গেছে ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর