মসজিদ-ই-নববি’র ঘটনায় ইমরান খানকে গ্রেপ্তারের ‘প্রতিজ্ঞা’

মসজিদ-ই-নববি’র ঘটনায় ইমরান খানকে গ্রেপ্তারের ‘প্রতিজ্ঞা’

অনলাইন ডেস্ক

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিজ্ঞা করেছেন দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। এই সপ্তাহের শুরুতে মসজিদ-ই-নববি পরিদর্শনকারী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তার প্রতিনিধি দলের বিরুদ্ধে স্লোগান দেওয়ার মামলায় তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (১ মে) তিনি বলেছেন, মসজিদে নববীতে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার প্রতিনিধি দলের সঙ্গে যা হয়েছে, তার কোনো ক্ষমা নেই।

জিও নিউজে প্রকাশ, মসজিদে নববীর ঘটনাকে ‘ফিতনা’ বা ‘গৃহযুদ্ধ’র সঙ্গে তুলনা করে সানাউল্লাহ বলেন, তারা যা করেছে, তা কিছুতেই ক্ষমা করা হবে না।

ইমরান খানকে অবশ্যই গ্রেফতার করা হবে।

ওই ঘটনায় ইমরানসহ ১৫০ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাসূল (স)-এর রওজার পবিত্রতা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা না করার কোনো যৌক্তিকতা নেই।

news24bd.tv/ তৌহিদ