বিশ্বের বেশিরভাগ দেশে আজ (সোমবার) ঈদুল ফিতর উদযাপিত হলেও বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইরানের কোথায় রোববার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। কাজেই এই চার দেশে মঙ্গলবার একযোগে পালিত হবে ঈদুল ফিতর।
ভারত: ভারতেও রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ সোমবার ভারতে উদযাপিত হবে না খুশির ঈদ।
পাকিস্তান: ওদিকে পাকিস্তানের জাতীয় আল-হেলাল কমিটি রোববার সন্ধ্যায় ঘোষণা করেছে, দেশটিতে ওই দিন কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ সোমবার দেশটিতে ৩০তম রমজান পালিত হবে এবং মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
ইরা : ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের চাঁদ দেখা কমিটি রোববার রাতে সারাদেশ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করে ঘোষণা করেছে, দেশটির কোথাও রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ সোমবার দেশটিতে ৩০তম রমজান পালিত হবে এবং মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
তবে সৌদি আরব, কাতার, লেবানন, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, মিশর, তিউনিশিয়া, সুদান, আলজেরিয়া, মৌরিতানিয়া, তুরস্ক ও সিরিয়াসহ বিশ্বের অধিকাংশ দেশে আজ সোমবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
news24bd.tv তৌহিদ