নাটোরের গুরুদাসপুরে জানাজা অংশ গ্রহণ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হাছেন শেখ (৭০) নামের এক বৃদ্ধ। সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাছেন শেখের বাড়ি ওই ইউনিয়নের খুবজীপুর চরপাড়া মহল্লায়। স্থানীয় সূত্রে জানা যায়, বিলশা এলাকায় এক আত্মীয়’র জানাজা করার জন্য অটোভ্যানে যাচ্ছিলেন হাছেন শেখ।
স্থানীয়রা আরো জানান, কিছু অসাধু ব্যক্তি রাস্তা দখল করে খরের পালা দিয়েছেন। খরের পালা দেওয়ার কারণে যানবাহন চালকরা দূরের গাড়িগুলো দেখতে পায় না। খরের পালার কারণেও মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে ওই এলাকায়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা রজুর প্রস্তুতি চলছে।
news24bd.tv তৌহিদ