এবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের দুর্ভোগ পোহাতে হয়নি বলে কষ্ট পাচ্ছে বিএনপিসহ বিরোধী দলগুলো। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২ মে) নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘ঈদের আগে ঘরমুখো মানুষের জনস্রোত দেখা গেছে। অনেকে দুর্ভোগের আশঙ্কা করেছিলেন।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও তদারকিতে এবং সবার আন্তরিক প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।
যাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী, মালিক শ্রমিক নেতা, হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন ও সাংবাদিকসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
news24bd.tv তৌহিদ