‘চিকিৎসা শেষে শিগগিরই দেশে ফিরছেন হাজী সেলিম’

ফাইল ছবি

‘চিকিৎসা শেষে শিগগিরই দেশে ফিরছেন হাজী সেলিম’

অনলাইন ডেস্ক

চিকিৎসার জন্য ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিম থাইল্যান্ড গিয়েছেন। গত শনিবার (৩০ এপ্রিল) বিকেলে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যান। জানা গেছে, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী ৬ মে তিনি দেশে ফিরবেন।

হাজি মোহাম্মদ সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল বলেন, ‘উনি চিকিৎসকের পরামর্শেই বিদেশ গেছেন।

৬ মের মধ্যেই ওনাকে দেশে দেখতে পাবেন। নির্ধারিত সময়ের মধ্যেই তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। তিনি আইনের প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল’।

হাজী সেলিমের ছেলে ইফরান সেলিম নিউজ টোয়েন্টিফোরকে বলেন, ‘আমার বাবা আওয়ামী লীগের পরীক্ষিত সৈনিক।

বিএনপির আমলে হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়ে একাধিকবার জেলও খেটেছেন। পুরান ঢাকার সেই জনপ্রিয় নেতা দীর্ঘদিন অসুস্থ থাকায় চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছেন। দুদিনের মধ্যেই তিনি চলে আসবেন। ’

নাম প্রকাশ না করার শর্তে হাজি সেলিমের পরিবারের একজন সদস্য বলেন, উনি দেশ ছেড়ে বেশি দিন দূরে থাকার মতো মানুষ নন। উনার অনেক ব্যবসা, বাণিজ্যের খোঁজ রাখতে হয়। কয়েক হাজার মানুষের কর্মসংস্থান তিনি করেছেন। তিনি দেশে না থাকলে সবার জন্যই সমস্যা।

news24bd.tv/desk

এই রকম আরও টপিক