রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ অভিযানের’ ঘোষণা দেন। তবে মে মাসের ৯ তারিখের মধ্যে তিনি ইউক্রেনে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করতে পারেন বলে কয়েকজন পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে।
পুতিনের ওই ঘোষণার ফলে রাশিয়া তার রিজার্ভ বাহিনীর সেনাও ইউক্রেনে মোতায়েন করতে পারে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস গত সপ্তাহে এলবিসি রেডিওকে বলেছেন, আমি মনে করি তিনি তার 'বিশেষ অপারেশন' থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন।
আর এই কথা বলার মতো ভিত্তিও তৈরি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওএসসিইতে মার্কিন রাষ্ট্রদূত মাইকেল কার্পেন্টার বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত বিশ্বাসযোগ্য’ গোয়েন্দা প্রতিবেদন রয়েছে যে রাশিয়া ‘মে মাসের মাঝামাঝি কোনো সময়ে’ লুহানস্ক এবং দোনেস্ককে সংযুক্ত করার চেষ্টা করবে। এমন ইঙ্গিতও রয়েছে যে রাশিয়া দক্ষিণ-পূর্ব শহর খেরসনকে একটি ‘গণপ্রজাতন্ত্র’ ঘোষণার পরিকল্পনা করতে পারে।
news24bd.tv তৌহিদ