ঈদের দিন সড়কে ঝরল দুই প্রাণ
ঈদের দিন সড়কে ঝরল দুই প্রাণ

প্রতীকী ছবি

ঈদের দিন সড়কে ঝরল দুই প্রাণ

অনলাইন ডেস্ক

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাজারের পাশে সড়ক দুর্ঘটনায় দুজন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মে) সকালে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মাসুদ আলম জানান, আজ মঙ্গলবার সকালে ঢাকাগামী লেনে মাধাইয়া বাজার থেকে নবাবপুর যাওয়ার মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়েছিল।

এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার অটোরিকশাটিকে ধাক্কা দিলে চালক সোহেল (২৫) ঘটনাস্থলেই মারা যান। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজন মানসিক ভারসাম্যহীন নারীও নিহত হন। তার পরিচয় এখনও শনাক্ত হয়নি। এ ছাড়াও সিএনজিচালিত অটোরিকশাতে থাকা দুই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও প্রাইভেটকার উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক