কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাজারের পাশে সড়ক দুর্ঘটনায় দুজন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মে) সকালে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মাসুদ আলম জানান, আজ মঙ্গলবার সকালে ঢাকাগামী লেনে মাধাইয়া বাজার থেকে নবাবপুর যাওয়ার মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়েছিল।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও প্রাইভেটকার উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন।
news24bd.tv তৌহিদ