রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হলো। আজ মঙ্গলবার সকাল ৮টায় ঈদুল ফিতরের নামাজে অংশ নেন স্থানীয়রা। এর আগে এই মাঠে ঈদের জামাত হতো কি না সে বিষয়ে জানেন না কলাবাগান থানার ওসি পরিতোষ সাহা। তিনি বলেন, আগে এখানে জামাত হতো কি না, তা আমার জানা নেই এবং শুনিনি।
দেখা গেছে, এক বিঘার এই মাঠটিতে ঈদ জামাতকে কেন্দ্র বাঁশ দিয়ে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। টানানো হয় সামিয়ানা।
সম্প্রতি এ মাঠে কলাবাগান থানা তৈরির উদ্যোগ নেওয়া হলে উদীচীর কর্মী সৈয়দা রত্না এলাকাবাসীদের নিয়ে আন্দোলনে নামেন। এলাকার শিশু-কিশোররা এ মাঠে খেলাধুলা করতো।
news24bd.tv/desk