ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারত সীমান্তে অনুপ্রবেশ বা পুশইন-এর আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সুনামগঞ্জ সীমান্তজুড়ে টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিলে তা মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলার প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত ভারতের সঙ্গে যুক্ত। এর মধ্যে মধ্যনগর উপজেলার ৭ কিলোমিটার সীমান্তের দায়িত্বে রয়েছে নেত্রকোনা ব্যাটালিয়ন, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ২৩ কিলোমিটার দেখভাল করছে সিলেট ব্যাটালিয়ন এবং বাকি ৯০ কিলোমিটার সুনামগঞ্জ...
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির টহল জোরদার
অনলাইন ডেস্ক

নড়াইলে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে একাট্টা গ্রামবাসী
নড়াইল প্রতিনিধি

এলাকা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলের শপথ নিলো নড়াইলের পিরোলী গ্রামের সাধারণ জনতা। মাদক-সন্ত্রাসসহ নানা সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে একাট্টা কালিয়া উপজেলার ঐতিহ্যবাহি এ গ্রামটির সর্বস্তরের শান্তি প্রিয় মানুষ। শনিবার (১০ মে) বিকেলে এক সমাবেশে সামিল হয়ে এ শপথ নেন তারা। মাদকের ভয়াবহ বিস্তারের পাশাপাশি গোষ্ঠী বিশেষের নানা অন্যায় অপকর্মে অতিষ্ট এলাকার লোকজন পিরোলী ফাজেল আহমেদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশের ডাক দেয়। সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বক্তব্য দেন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় নেতারা। এলাকায় মাদকের ব্যাপক বিস্তারে উদ্বেগ জানিয়ে বক্তারা জানান, এলাকায় হাত বাড়ালেই মাদক মিলছে, মাদকের সহজলভ্যতার ফলে যুবসমাজ, স্কুল কলেজের শিক্ষার্থী কিশোররা পর্যন্ত ব্যাপকভাবে মাদক আসক্ত হয়ে পড়ছে। এর ফলে ক্রমে...
বটগাছের ডাল কেটে প্রাণ দিয়ে ঋণ শোধ!
অনলাইন ডেস্ক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বটগাছের ডাল কাটাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে ইয়াসিন খালাসী নামে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আহত হন আরও দুজন। গতকাল শনিবার (১০ মে) দিবাগত রাত ১০টায় উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ইয়াসিন খালাসী (১৯) থানমাত্তা গ্রামের জাহাঙ্গীর খালাসির ছেলে। আহতরা হলেন- একই গ্রামের ফকু শেখের ছেলে রায়হান শেখ (১৮) এবং তার আত্মীয় কাশেমপুর এলাকার সজীব মাতব্বর। এলাকাবাসী সূত্রে জানা যায়, থানমাত্তা গ্রামে একটি বটগাছের ডাল কাটাকে কেন্দ্র করে কয়েক মাস আগে জাহাঙ্গীর খালাসির গ্রুপের সঙ্গে বাদশা শরীফ ও আলমগীর শরীফের সংঘর্ষ হয়। এ নিয়ে মামলা চলছে। সেই জেরে শনিবার রাত ১০টার দিকে থানমাত্তা বটতলা এলাকা থেকে ইয়াসিন খালাসিকে পাশের ফুলমাল্লিক গ্রামের আউয়াল বেপারীর ছেলে ইসমাইল...
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের গাজীপুর জেলার সাবেক সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার (১০ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম। তিনি জানান, আমাদের কাছে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল দেলোয়ার হোসেন উত্তরায় অবস্থান করছেন। দক্ষিণখান ও উত্তরা পশ্চিম থানার যৌথ চেষ্টায় শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে বেশ কয়েকটি হত্যা মামলার আসামি তিনি। এর মধ্যে যেকোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রবিবার (১১ মে) দেলোয়ার হোসেনকে আদালতে তোলা হবে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর