নোয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল শিশুর
নোয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি

নোয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল শিশুর

নোয়াখালী  প্রতিনিধি  

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাশে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মো. জিহাদ হোসেন (৯)। এ ঘটনায় সাথী আক্তার (১২) ও নাদিয়া আক্তার (৫) নামে আরো দুই শিশু আহত হয়েছে। জিহাদ হোসেন উপজেলার বয়ারচর ইউনিয়নের পূর্ব নবীপুর গ্রামের সাহেদ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার বয়ারচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে একই বাড়ির শিশু জিহাদ, সাথী ও নাদিয়া স্থানীয় বাজারে যায়। ওই সময় তারা বাজারের কাছাকাছি পৌঁছলে বজ্রপাতের শিকার হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।

news24bd.tv/desk