ভারতের মহারাষ্ট্রে এ বছর প্রচণ্ড দাবদাহের কারণে অন্তত ২৫ জন মারা গেছে যা গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। এতথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। শেষবার ২০১৬ সালে মহারাষ্ট্রে হিটস্ট্রোকের কারণে ১৯ জন মারা গিয়েছিল।
এদিকে, গরম থেকে রেহাই পাওয়ার এখনও কোনো আশা দেখছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
ভারতীয় গণমাধ্যম বলছে, তাপপ্রবাহে পুড়ছে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলো। যার মধ্যে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান অন্যতম।
ভারতে স্বাভাবিকভাবেই এপ্রিলের তুলনায় মে মাসে গরম পড়ে বেশি। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে বলে দেশটির আবহাওয়া বিভাগ পূর্বাবাস দিচ্ছে।
news24bd.tv তৌহিদ