বরিশালে থ্রি হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত এবং একজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মে) রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের শাহপরান সড়কের বাসিন্দা শাহজাহান মৃধার ছেলে নিরব (২৫), নাছির হাওলাদারের ছেলে লিমন (২০), একই এলাকার সুমন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিরব তার দুই বন্ধু লিমন ও সুমনকে নিয়ে পটুয়াখালীর লেবুখালী ব্রিজের দিকে যাচ্ছিলেন।
news24bd.tv তৌহিদ