ঢাকায় ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধI -প্রতীকী ছবি

ঢাকায় ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঢাকায় র‌্যাবের (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নাদিম ওরফে পঁচিশ (৩৫) ও ইব্রাহিম ওরফে পাইলট বাবু (৩২) নামে দুই যুবক নিহত হয়েছেন। তারা দুজনই কুখ্যাত মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র‌্যাব।

মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও মিরপুরের বেড়িবাঁধ এলাকায় পৃথক এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের দাবি, নিহত নাদিম ওরফে পঁচিশ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের কুখ্যাত মাদক ব্যবসায়ী। আরেকজন ইব্রাহিম ওরফে পাইলট বাবু মিরপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, ভোরে নারায়ণঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযানকালে র‌্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে জেনেভা ক্যাম্পের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নাদিম ওরফে পঁচিশ নিহত হয়েছেন।

অন্যদিকে বেড়িবাঁধ এলাকায় আরেকটি বন্দুকযুদ্ধের ঘটনায় ইব্রাহিম ওরফে পাইলট বাবু নিহত হয়েছেন।

সম্পর্কিত খবর