কুষ্টিয়ার ঝাউদিয়ার আস্তানগর গ্রামে সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় দুপক্ষই আলাদা হত্যা মামলা দায়ের করেছে। মঙ্গলবার মধ্যরাতের পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা দুটি হয়।
নিহত মতিয়ার মন্ডলের ভাই আশরাফুলের করা মামলায় প্রতিপক্ষের নেতা ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কেরামত আলীকে প্রধান আসামি করা হয়ছে।
এতে আসামি ৬৭ জন।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান পৃথক দুটি মামলার বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতয়েন রাখা হয়েছে।
আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় ওসি।
news24bd.tv তৌহিদ