খুলনার তেরখাদায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঝুপি (মাছ ধরার কোচ) দিয়ে বাবুল শেখ (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত বাবুল শেখ তেরখাদার আদালতপুর গ্রামের রাইজুল শেখের ছেলে। বুধবার (৪ মে) এ হত্যার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বাবুল শেখের সঙ্গে তার চাচাতো ভাই মুকুলের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম বলেন, হত্যায় জড়িত সন্দেহে এরই মধ্যে দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
news24bd.tv তৌহিদ