জাটকা সংরক্ষণে সারাদেশে চলছে প্রশাসনের অভিযান। এর ধারাবাহিকতায় পিরোজপুরে প্রতিদিনই নৌযান নিয়ে নদীতে অভিযানে নামছে জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, নৌ-পুলিশসহ বিভিন্ন বাহিনী। এ জেলায় গত এক মাসে জাটকা সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়েছে ৭৫টি। এর মাধ্যমে অবৈধ প্রায় ৪ লাখ ১৬ হাজার মিটার কারেন্ট জাল ও বেহুন্দি জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
এসময় তিনি বলেন, বার বার অভিযান পরিচালনা করেও শতভাগ জাটকা নিধন ঠেকানো যাচ্ছে না। প্রতিদিনই সুযোগ পেলেই অবৈধ জাল ফেলে নিধন করা হচ্ছে জাটকা ইলিশ সহ বিভিন্ন পোনা। তবে নিয়মিত অভিযান চলমান থাকায় অনেকটাই কমে এসেছে এসক অপকর্ম। আমরা শতভাগ জাকটা নিধন বন্ধের লক্ষে কাজ করে যাচ্ছি।
news24bd.tv/desk