বাংলা চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত জাহান। তিনি বর্তমানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসর বসিরহাট থেকে জয়ী একজন সংসদ সদস্য। সবার মঙ্গল কামনা করে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন এই নায়িকা। তাতেই নেটমাধ্যমে ওঠেছে ঝড়।
ধবধবে সাদা পোশাকে বিনিত কন্ঠে এই অভিনেত্রী, সাংসদ সকলের জন্য প্রার্থনা করেছিলেন। কিন্তু তার ফল হল উল্টো!
অনুরাগীদের কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হলেন তিনি। প্রথমেই নুসরাতের পোশাক নিয়ে আক্রমণ। কেউ লিখেছে, ‘ঈদের দিন এমন পোশাক পরে শুভেচ্ছা জানাতে আপনার লজ্জা করল না?’ হাতকাটা সাদা পোশাক পরেছিলেন নুসরাত। এটাই নাকি তার অপরাধ? কেউ প্রশ্ন করলেন ‘আগে বলুন আপনি হিন্দু না মুসলমান?’ কেউ লিখলেন, ‘রমজান মাসে কেউ পিঠ খোলা পোশাক পরে ছবি দেয়! আপনার লজ্জা হওয়া উচিত’।
বরাবর পোশাক নিয়ে অনুরাগীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। তবে তিনিও জানিয়েছেন, এই অসুস্থ রুচির মানসিকতাকে কোনও দিনই পাত্তা দেন না।
বিদেশে বেশ কিছু দিন শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন তিনি। ফিরে এসে ঘরোয়াভাবেই এ বছর ঈদ পালন করছেন ভারতের বসিরহাটের তৃণমূল সাংসদ। এই প্রথম ছেলে ঈশানের সঙ্গে খুশির ঈদ পালন করেছেন অভিনেত্রী। ভিডিওটি দেখা যাবে ফেসবুকের এই লিঙ্কে।
news24bd.tv/desk