পোপ ফ্রান্সিস বলেছেন, তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মস্কোতে একটি বৈঠকের অনুরোধ করেছেন কিন্তু তার কোনো প্রতিত্তোর পাননি। ৮৫ বছর বয়সী পোপ ইতালির কোরিয়ারে ডেলা সেরা সংবাদপত্রকে জানান, বিরোধের প্রায় ২০ দিনের মধ্যে তিনি মস্কো যাওয়ার ইচ্ছা প্রকাশ করে পুতিনকে একটি বার্তা পাঠিয়েছিলেন।
তিনি বলেন, আমরা এখনও তার কোনো প্রতিক্রিয়া পাইনি এবং আমরা এখনও এর ওপর জোর দিয়ে যাচ্ছি। যদিও আমি মনে করছি, পুতিন এই সময়ে এই বৈঠক করতে পারবেন না এবং চান না।
রোমান ক্যাথলিক চার্চের প্রধান আরও বলেছেন, তিনি খুব তাড়াতাড়ি যে কোনো সময় ইউক্রেন ভ্রমণ করবেন না।
তিনি বলেন, আমি আপাতত কিয়েভে যাচ্ছি না। আমি মনে করি আমার যাওয়া উচিত নয়। আমাকে প্রথমে মস্কো যেতে হবে, আমাকে প্রথমে পুতিনের সাথে দেখা করতে হবে।
news24bd.tv/desk