মাদারীপুরের রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাবনাতলায় এলাকায় বাসের ধাক্কায় ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ২জন। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৮টার দিকে।
স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে একটি ভ্যানে ৪ যাত্রী নিয়ে রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাবনাতলায় এলাকায় দিয়ে যাচ্ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল। তিনি জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে যায়। এসময় দুর্ঘটনাটি ঘটেছে।
news24bd.tv/desk