কক্সবাজার থেকে সাড়ে ৪ শতাধিক রোহিঙ্গা আটক

সংগৃহীত ছবি

কক্সবাজার থেকে সাড়ে ৪ শতাধিক রোহিঙ্গা আটক

অনলাইন ডেস্ক

কক্সবাজার শহর ও  সমুদ্র সৈকতসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে সাড়ে চার  শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এদের বেশিরভাগই নারী ও শিশু। বুধবার (৪ মে) সকাল থেকে বিকেল অবধি শহরের কলাতলী,  লালদিঘী ও  সমুদ্র সৈকতসহ আশপাশের  বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে রোহিঙ্গারা পর্যটকদের বিরক্ত করছে এধরনের  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে সকাল থেকে বিকেল অবধি ।

এ পর্যন্ত সাড়ে চার  শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।  

তিনি আরও জানান, পুলিশের কয়েকটি দল আলাদাভাবে এ অভিযান অব্যাহত রেখেছে। আটক রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দৌজা নয়ন বলেন, বেশ কিছু রোহিঙ্গা নারী ও শিশু সৈকতসহ শহরের বিভিন্ন পয়েন্ট থেকে আটক করে পুলিশ আমাদের জিম্মায় দিয়েছেন। এসব রোহিঙ্গাদের গণনা শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

news24bd.tv/আলী