আগামী জুন মাসের মধ্যে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত ১৩ বছরের ২৬ ঈদের পর বিএনপি আন্দোলনে নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি। এখন এসব কথা শুনলে জনগণের হাসি পায় বলেও মন্তব করেন তিনি।
বৃহস্পতিবার (৫ মে) দুপুরে নোয়াখালীর বসুরহাট পৌরসভার নিজ বাড়িতে মধ্যাহ্নভোজনের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, অসুস্থতা ও করোনার কারণে ৩৩ মাস পর নিজ জন্মভূমিতে এসে জনগণের সঙ্গে দেখা করতে পেরে আমার খুব ভালো লাগছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু, ইউপি চেয়ারম্যান সিরাজিস সালেহীন রিমন, ওবায়দুল কাদেরের ভাগনে ফখরুল ইসলাম রাহাতসহ দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় নিজ বাড়িতে পৌঁছলে তাকে গার্ড অব অনার দেয় পুলিশ। এ সময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা মন্ত্রীকে ‘বীর মুক্তিযোদ্ধা’ স্বর্ণপদক ক্রেস্ট দেন।
news24bd.tv তৌহিদ