ঈদুল ফিতরের ছুটিতে ডায়রিয়া আক্রান্ত হয়ে উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪১১ জন রোগী। বৃহস্পতিবার (৫ মে) এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের জনসংযোগ শাখার সিনিয়র ম্যানেজার তারিফুল ইসলাম খান।
তারিফুল ইসলাম জানান, রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে ডায়রিয়া সংক্রমণের হার কিছুটা কমে আসলেও দৈনিক আক্রান্ত হয়ে আইসিডিডিআর,বিতে রোগী ভর্তির সংখ্যা এখনও পাঁচ শতাধিকের ওপরে।
তিনি জানান, ডায়রিয়া আক্রান্ত হয়ে আইসিডিডিআর,বি হাসপাতালে গত ১ মে ভর্তি হয়েছেন ৬৩১ জন রোগী।
তিনি আরও জানান, অন্যান্য সবার ঈদের ছুটি থাকলেও আমাদের স্বাস্থ্যকর্মীরা ডায়রিয়া প্রকোপ মোকাবিলায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। হাসপাতালে রোগীর সংখ্যা কিছুটা কমে এলেও ডায়রিয়া পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।
উল্লেখ্য, মার্চের মাঝামাঝি থেকেই দেশে ডায়রিয়া রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে।
news24bd.tv/কামরুল