আজ বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে রোববার রাত ১২টা পর্যন্ত কারিগরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের জন্য ডাচ-বাংলা ব্যাংকের এটিএম/সিআরএম সেবা তিনদিন বন্ধ থাকবে। এই তিনদিন গ্রাহকরা এটিএম বুথ থেকে টাকা তুলতে বা জমা দিতে পারবেন না।
ডাচ-বাংলা ব্যাংকের ফেসবুক পেজে এক ‘ডাউনটাইম নোটিশে’ এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, এছাড়া বৃহস্পতিবার মধ্যরাত থেকে শনিবার দুপুর ১২টার পর্যন্ত ৩৬ ঘণ্টা ডাচ-বাংলা ব্যাংকের পিওএস সেবাও বন্ধ থাকবে।
বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত গ্রাহকরা এ সেবা পাবেন না। নেক্সাস ডেবিট, ভিসা ডেবিট, মাস্টারকার্ড ডেবিট, এনপিএসবি ফান্ড স্থানান্তর, আউটওয়ার্ড রেমিটেন্স সেবা ১৮ ঘণ্টা অর্থাৎ বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।
ডাচ-বাংলা ব্যাংকের ফেইসবুক পেজে এ নোটিস জানিয়ে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।
news24bd.tv/কামরুল