জাফলংয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনায় মামলা
জাফলংয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনায় মামলা

সংগৃহীত ছবি

জাফলংয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনায় মামলা

অনলাইন ডেস্ক

সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ মে) রাতে এ মামলা দায়ের করেন পর্যটক ঢাকার কদমতলী থানাধীন শ্যামপুর জুরাইন এলাকার বাসিন্দা সুমন সরকার।

মামলায় ঘটনার পর পরই আটক ৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।  

এ তথ্য করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম ।

তিনি বলেন, পর্যটকের দায়েরকৃত মামলায় হামলাকারীদের ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন- গোয়াইনঘাট থানার পন্নগ্রামে মৃত রাখাল চন্দ্র দাস ছেলে লক্ষ্মণ চন্দ্র দাস (২১) ও একেই উপজেলার ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. সেলিম আহমেদ (২১), নয়াবস্তি গ্রামের ইউসুফ মিয়ার ছেলে সোহেল রানা, পশ্চিম কালীনগর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে নাজিম উদ্দিন এবং ইসলামপুর রাধানগর গ্রামে মৃত সিরাজ উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন।

বৃহস্পতিবার (০৫ মে) প্রবেশ ফি’র নামে জাফলংয়ে চাঁদা আদায়ের ঘটনা নিয়ে পর্যটকদের লাঠিপেটা করেন পর্যটন উন্নয়ন কমিটি কর্তৃক নিয়োজিত স্বেচ্ছাসেবকরা। এ ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।

হামলার ঘটনায় আহত হয়েছেন ঢাকার কদমতলী থানাধীন শ্যামপুর জুরাইন এলাকার সনাতন সরকারের ছেলে সম্রাট সরকার (২৫), সনাতন সরকার (৫৮) তার স্ত্রী ঝর্ণা সরকার (৫২), শ্লিলতাহানির শিকার হয়েছেন মেয়ে বিথি সরকার (২৬), আহত হন সুমন সরকার ও তাকে বাঁচাতে গিয়ে শ্লিলতাহানির শিকার হন স্ত্রী সুমি সরকার (২৬), আহত হয়েছেন মধ্য বাড্ডার দক্ষিণ আনন্দনগরের সুর্যকান্ত সরকারের ছেলে মুকুল চন্দ্র সরকার (২৭), সাভার দক্ষিণ পাড়ার বিজয় চন্দ্র সরকারের ছেলে সুমন শীল। রাতেই তারা ঢাকায় ফিরে গেছেন।   

এদিকে, মামলায় গ্রেপ্তারদের আজ শুক্রবার আদালতের হাজির করা হবে জানিয়েছেন থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৃহস্পতিবার (০৫ মে) জাফলংয়ে প্রবেশ ফি ইস্যুতে পর্যটকদের ওপর হামলা করে পর্যটন উন্নয়ন কমিটি নিয়োজিত পর্যটকরা। টিকিট ছাড়া ঢুকা যায় না যাবে না বলেই নারীর শরীরে হাত দেয় হামলাকারীরা। এ ঘটনার প্রতিবাদ করতে গেলেই ঢাকা থেকে ঘুরতে যাওয়া নারী-পুরুষদের বেধড়ক লাঠিপেটা স্বেচ্ছাসেবীরা।  

news24bd.tv/কামরুল