পুরোপুরি সুস্থ হতে লন্ডন গেলেন তাসকিন 
পুরোপুরি সুস্থ হতে লন্ডন গেলেন তাসকিন 

সংগৃহীত ছবি

পুরোপুরি সুস্থ হতে লন্ডন গেলেন তাসকিন 

অনলাইন ডেস্ক

চোট সমস্যায় ভুগছেন তাসকিন আহমেদ। কাঁধের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই ফিরে আসতে হয় তাকে। খেলতে পারছেন না ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কা সিরিজেও। এই চোট থেকে পুরোপুরি সুস্থ হতে এবার লন্ডনে গেলেন ডানহাতি এই পেসার।

শুক্রবার সকাল ১০টার দিকে লন্ডনের জন্য ঢাকা ছাড়েন তাসকিন। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন এই তারকা খেলোয়াড়। চিকিৎসা করতে যাওয়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। ছোট্ট এক স্ট্যাটাসে লিখেছেন, 'আমার জন্য দোয়া করবেন।

'

লন্ডনে ১০ মে ডাক্তার দেখাবেন তাসকিন। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এ তরুণ পেসার বলেছিলেন, আপাতত অস্ত্রোপচার হয়তো লাগবে না। তবে ইনজেকশন নেওয়া লাগতে পারে। এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নিতেই লন্ডন গেলেন তিনি। সেখানকার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাসকিনের পরবর্তী চিকিৎসা হবে।

ঈদের আগে কন্যা সন্তানের বাবা হয়েছেন তাসকিন। তাসফিন, তাইবাকে নিয়ে তরুণ এ ক্রিকেটারের পরিবার এখন পরিপূর্ণ।

news24bd.tv/কামরুল

সম্পর্কিত খবর