সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১০ মে) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সেলিনা ইসলাম আলোচিত অর্থ ও মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী। সেলিনা ইসলাম কুয়েত প্রবাসী শিল্পপতি। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। একাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে নির্বাচিত হন তিনি।...
সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

আ. লীগকে নিষিদ্ধের দাবি এবি পার্টির, সর্বদলীয় কনভেনশনের আহ্বান
অনলাইন ডেস্ক

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ক্ষমতাসীন আওয়ামী লীগকে মানবতাবিরোধী দল আখ্যায়িত করে দলটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, গুম, খুন, গণহত্যা ও সীমাহীন লুটপাটসহ সব ধরনের মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগ অভিযুক্ত। তারা নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রকে হত্যা করেছে, সংবিধান, বিচার বিভাগ ও শাসন বিভাগকে ধ্বংস করে বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। শুক্রবার (৯ মে) বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। একইসঙ্গে তিনি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আইনগত ও সাংবিধানিকভাবে দলটির বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার জন্য সর্বদলীয় কনভেনশন আয়োজনের আহ্বান জানান। মঞ্জু বলেন, আমরা শুরু থেকেই গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে। দেশের মানুষ ইতোমধ্যেই ৫ আগস্টের...
দোসরদের দেশ ত্যাগের সুযোগ দিচ্ছে সরকার: তারেক রহমান
বিশেষ প্রতিনিধি

সরকার দোসরদের দেশ ত্যাগের সুযোগ দিচ্ছে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের নয়। এই দেশটা জনগণের। সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ ষড়যন্ত্র করতে না পারে। তিনি বলেন, গত ৫ আগস্ট যেভাবে শেখ হাসিনা পালিয়ে গেছেন- সেভাবেই পালিয়েছেন আবদুল হামিদ। গতকাল বিকালে রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম আয়োজিত ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খ্রিস্টান ফোরামের সভাপতি অ্যাডভোকেট জন গমেজের সভাপতিত্বে ও মহাসচিব অনিল লিও কস্তার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, দেশ...
শনিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
অনলাইন ডেস্ক

ঢাকা যানজটের শহর। রাজধানী ঢাকার বাসিন্দাদের যানজট থেকে কিছুটা স্বস্তি দিতে সপ্তাহে একদিন একেক এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ রাখা হয়। এ বিষয়ে আগে থেকে না জেনে গিয়ে দেখলেন মার্কেট বন্ধ রয়েছে। এমন অবস্থায় মেজাজ ও মন দুটোই খারাপ হওয়া স্বাভাবিক। আসুন জেনে নিই শনিবার (১০ মে) রাজধানীতে যেসব এলাকার মার্কেট ও দোকানগুলো বন্ধ থাকে। যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে শ্যামবাজার, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, গুলিস্তানের দক্ষিণ অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার, চানখারপুল। যেসব মার্কেট বন্ধ থাকবে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর