রাতের অন্ধকারে এসিড নিক্ষেপ, শিশুসহ দগ্ধ ৩

প্রতীকী ছবি

রাতের অন্ধকারে এসিড নিক্ষেপ, শিশুসহ দগ্ধ ৩

অনলাইন ডেস্ক

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের কর্মকার পাড়ায় একটি বাড়িতে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা এসিড নিক্ষেপে করেছে। এসিডে ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।  

এসিডে দগ্ধরা হলেন- সুখানপুকুর ইউনিয়নের কর্মকার পাড়ার দুলাল কর্মকারের স্ত্রী দিপালী রায় (৫০), দুলাল কর্মকারের ছেলের বউ বিনা রায় (২০) এবং তার নাতি তিন মাসের শিশু সূর্য রায়।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে। দগ্ধদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তারা দগ্ধ তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের রাজধানীর শেখ হাসিনা বার্নে স্থানান্তর করা হয়।

 

গাবতলীর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, পুলিশ দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। এসিড দগ্ধ ও তাদের পরিবারের লোকেরা ঢাকায় চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় মামলা দিতে বিলম্ব করছেন।

news24bd.tv/কামরুল